360395

মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছেন দেড় লাখ বিদেশি কর্মী

নিউজ ডেস্ক।। মন্ত্রীসভার বৈঠকে করোনা পরিস্থিতি বিবেচনায় এটি ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। সোমবার এক মিডিয়া নোটিশে এ তথ্য জানায় মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মানবজমিন

হিসাব অনুযায়ী, ১লা জুলাই পর্যন্ত ৯৭ হাজার ৮শ ৯২ জন বিদেশি শ্রমিক নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

এরই মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৮শ ৮৯ জন ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কর্সসূচীতে অন্তর্ভুক্ত হতে আর্জি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগকর্তা জোগাড় করাসহ অত্যাবশ্যকীয় শর্তাবলি পূরণ করতে পারলে তারা কর্মের অধিকারসহ বৈধতা পাবেন।

এদিকে মালয়েশিয়া সরকারের মতে, বিদেশি কর্মীদের প্রতি অত্যধিক সদয় হয়ে মন্ত্রিসভার বৈঠকে সবাহ এবং সারাওয়াক রাজ্যে কেন্দ্রের ওই কর্মসূচি নিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তবে আওতা বাড়ানোর বিষয়টি নির্ভর করছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের চুক্তির ওপর।

 

ad

পাঠকের মতামত