318407

অভিবাসীদের বৈধতা দিতে যাচ্ছে ইতালি, ভাগ্য খুলবে অনিয়মিত হয়ে পড়া প্রায় ৫০ হাজার বাংলাদেশির

কূটনৈতিক প্রতিবেদক : ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। মিলান থেকে প্রকাশিত কোরিয়েরে দেলা সেরা এবং ইল জিওনার্ল পত্রিকার প্রতিবেদনে বলছে, এক বছরের জন্য বৈধতা দিলে দুই থেকে ছয় লাখ পর্যন্ত বিদেশি এ সুবিধা পাবেন। এ মুহুর্তে ইতালিতে অবস্থানরত বিভিন্ন দেশের কর্মীরাই শুধু এ সুযোগ পাবেন।

ইতালির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা পার্লামেন্টে বলেন, এই পরিস্থিতিতে কৃষি খাতে কর্মী নিয়োগ না হলে ভবিষ্যতে খাবারের সংকটে পড়তে পারে ইতালি।

প্রথম আলো এক প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ মোকাবিলায় জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষিখাতে উৎপাদন ধরে ধরে রাখতে দেশটি এ বৈধতা দিতে যাচ্ছে।

রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার বলেন, শেষ পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে বাংলাদেশের অনিয়মিত হয়ে পড়া কর্মীরাও এর সুফল পাবেন।

ad

পাঠকের মতামত