318397

দুবাইয়ে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত বাংলাদেশি সুস্থ

ডেস্ক রিপোর্ট।। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে চিকিৎসাধীন থাকা বাংলাদেশি মুহাম্মাদ ডিপলু (২৯) পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার (২০ এপ্রিল) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডিপলু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার সংলগ্ন গোল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃ’ত আবুল কালামের ছেলে।

তিনি জানান, জ্বর, সর্দি আর প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগার পর হাসপাতালে গেলে হাসপাতাল কতৃপক্ষ তাকে করোনা টেস্ট করে এবং সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। দীর্ঘ ২১ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর পুরোপুরি সুস্থ হয়।

ডিপলু বলেন, বাংলাদেশ দূতাবাস থেকে আমার যথেষ্ট খবরা-খবর নিয়েছেন কর্মকর্তারা। দিনে দুইবার আমাকে মেসেজ দিয়ে তারা খোঁজ নিয়েছেন। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই দুবাই সরকারের প্রতি। যাদের চিকিৎসাসেবায় আমি পরিপূর্ণ সুস্থ। দুবাই সরকারের পক্ষ থেকে আমাকে খাবার-দাবার, ওষুধপত্র-সেবা সম্পূর্ণ ফ্রি দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত