309286

প্রার্থীরা ইভিএম ভালোভাবে দেখলে ভুলটা কেটে যাবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক
ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতি এবং ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বশরতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রস্তুতি ও সদরের গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সিইসি।

কে এম নুরুল হুদা বলেন, ‘বোয়ালখালীতে আসার পথে দেখলাম প্রার্থীদের পোস্টার পাশাপাশি লাগানো। এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানলাম নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। প্রার্থীদের মাঝে কোনো গ্রুপিং সৃষ্টি হয়নি। মনোমালিন্যের ঘটনাও ঘটেনি।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে খবর নিয়েছি যারা প্রার্থী, প্রধান প্রার্থী, তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। নিজেরা কোনো রকম সহিংসতায় যাবেন না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তারা দুজনই আন্তরিক।’

সিইসি বলেন, ‘যারা প্রার্থী হয়েছেন তারা যদি ইভিএম ভালোভাবে দেখেন, তাহলে তাদের ভুলটা কেটে যাবে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ইভিএমের প্রতি তাদের কোনো সন্দেহ নেই। নির্বাচনে অসুবিধা হতে পারে বা কারচুপির কারণ হতে পারে, এমন কিছু তারা দেখেননি।’

সিইসি বলেন, ‘নতুন কোনো প্রযুক্তি শুরু হলে কিছুটা বিতর্ক থাকে, কিন্তু আমার মনে হয়, কয়েকটি নির্বাচনের পরে সব মানুষের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং সন্দেহ কেটে যাবে।’

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের বছরের ছুটির তালিকা হয় মন্ত্রিপরিষদের সভায়। সেখানে সরস্বতী পূজার ছুটি নির্ধারিত করা হয়েছে ২৯ তারিখ। সে কারণে আমরা ২৯ তারিখ নির্বাচনের দিন ধার্য করিনি। ৩০ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

পরিদর্শনে আরও ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার হাসানুজ্জামান, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

ad

পাঠকের মতামত