309284

দুর্নীতি ক্যানসারের মতো : ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি অনেকটা ক্যানসারের মতো বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি সমাজের সব অর্জনকে কুরে কুরে ধ্বংস করে দেয়, এমনকি মানুষের সক্ষমতাকেও দুর্বল করে দেয়।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে অক্সফাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক দুর্নীতি ঘটার আগেই বাধা দিচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, জনগণকে সচেতন করছে এবং সর্বশেষ অপরাধ ও অপরাধী শনাক্ত করে তাদের আইনের মুখোমুখি দাঁড় করাচ্ছে।’

তিনি বলেন, ‘দুদক প্রতিদিন গড়ে প্রায় ১৫টি দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছে। এর মধ্য দিয়ে দুর্নীতি ঘটার আগেই তা প্রতিহত করার চেষ্টা চলছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে দুদক নির্মোহভাবে দায়িত্ব পালন করছে। বিগত চার বছরে কমিশনের কার্যক্রমের মাধ্যমে সমাজে হয়তো এই বার্তা দেয়া সম্ভব হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীদের সমভাবে আইনের আওতায় আনা হচ্ছে। তবে একথাও ঠিক, এতে স্বস্তির অবকাশ নেই। আমাদের দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হবে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি বন্ধ কিংবা সুশাসনের জন্য মাইন্ডসেট পরিবর্তন দরকার। তবে একথাও ঠিক পরিণত মানুষের মাইন্ডসেট পরিবর্তন করা কঠিন। তাই দুদক তরুণ প্রজন্ম বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা প্রস্ফুটিত করার জন্য বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে।’

এ সময় তিনি জানান, ‘চলতি বছরের ৩১ মার্চের মধ্যে দেশের সব উপজেলা, জেলা, নগর ও মহানগরে ‘সততা সংঘ’ রয়েছে, এমন ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একযোগে সুশাসনসহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বছরব্যাপী দেশের সর্বত্র রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে।’

মতবিনিময় অনুষ্ঠানে অক্সফাম বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, পরিচালক নাসিম আনোয়ার ও উত্তম কুমার মন্ডল।

দুদকের সঙ্গে পারস্পরিক সমঝোতা স্মারক সইসহ দুর্নীতি প্রতিরোধে অন্তর্ভুক্তিমূলক অভিগমনের কাঠামো বিন্যাস নিয়ে সেখানে আলোচনা হয়।

ad

পাঠকের মতামত