348112

অনলাইনে অর্ডার, মোবাইলের পরিবর্তে এলো কাঠের টুকরো

অনলাইনে (ফেসবুকে) মোবাইল ফোন অর্ডার দিয়ে বাক্সভর্তি কাঠের টুকরো পেয়েছেন এক ব্যক্তি। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক প্রতারককে আটক করা হয় বলে মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল সংবাদমাধ্যমকে জানান, আটক আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ফেক আইডি চালাতেন। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেন।

তার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোনের অর্ডার করেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে কাঠের টুকরো ভর্তি মোবাইল বাক্স দিয়ে দেন প্রতারক আবুল কালাম।

আটক আবুল কালামের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি জানান, দীর্ঘদিন ধরে অনেকের কাছ থেকে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আবুল কালাম।

ad

পাঠকের মতামত