344754

ফ্রান্সের প্রেসিডেন্টের বি’রুদ্ধে প্র’তিবাদের ঝ’ড় ইসরাইলেও

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ক’টূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্র’তিবাদে বি’ক্ষোভ হয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইলে। দেশটিতে বসবাসরত আরব মুসলিমরা এ বি’ক্ষোভ প্রদর্শন করেন।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে রাজধানী তেল আবিবের জাফা শহরে কয়েকশ মুসলিম জড়ো হয়ে ইসরাইলে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এরিক ডেননের বাসভবনের সামনে বি’ক্ষোভ করেন। এ সময় তারা আ’গুন জ্বা’লিয়ে বি’ক্ষোভ প্রদর্শন করেন।

খবরে বলা হয়েছে, বি’ক্ষোভকারীরা বাসেও পাথর নিক্ষেপ করেন। বি’ক্ষোভ দমাতে গু’লি করা হলেও কেউ হ’তাহত হয়নি বলে জানিয়ছে ইসরাইলি সংবাদমাধ্যম।

ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জে’রে খু’ন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।

এর আগে গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হ’ত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হা’মলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গু’লিতে নি’হত হয়েছিলেন।

ad

পাঠকের মতামত