339891

ব্রিটিশ রানিকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বার্বাডোজ

ব্রিটিশ রানি এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বার্বাডোজ। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় নিতে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। ক্যারিবীয় সাগরে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্র বার্বাডোজ। প্রায় তিন শতাব্দী ধরে ব্রিটিশ উপনিবেশ ছিল সেটি। ১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও বার্বাডোজের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ রানি এলিজাবেথ।

বিবিসি জানায়, ২০২১ সালের নভেম্বরে স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায় বার্বাডোজ। দ্বীপরাষ্ট্রটির সরকার প্রধান মিয়া মোটলি বলেন, ‘এখনই সময় ঔপনিবেশিক অতীতকে আমাদের পুরোপুরি ত্যাগ করার।’ একটি লিখিত বক্তব্যে বার্বাডোজের প্রধানমন্ত্রী বলেন, ‘বার্বাডিয়ানরা চায় একজন বার্বাডিয়ানের নেতৃত্ব চায়।’

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের আত্মবিশ্বাসের চূড়ান্ত সাক্ষ্য যে, আমরা কারা এবং কী অর্জন করতে সক্ষম।’ এদিকে বার্বাডোজের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাকিংহাম প্যালেস জানিয়েছে, এটি বার্বাডোজের মানুষ ও তাদের সরকারের বিষয়।

 

ad

পাঠকের মতামত