336148

এবার আইসিইউতে ফেরদৌস ওয়াহিদ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ গুরুতর অসুস্থ। জ্বর ও শারীরিক দুর্বলতা থাকার কারণে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গতকাল রাত থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন কে নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের আত্মীয় শিমুল।

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে (ফেরদৌস ওয়াহিদ) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। এরপর আমাদের জানানো হয়েছে তিনি আইসিইউতে আছেন। এর বেশিকিছু আপাতত আমাদের জানানো হয়নি।’ এর আগে গতকাল ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। মোশারফ বলেন, ‘তারপর থেকে সবকিছু ঠিকই ছিল। কিন্তু আজকে (বৃহস্পতিবার) তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। গায়ে জ্বর আসছে আবার যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

ad

পাঠকের মতামত