330412

অবশেষে বিয়ের খুশিতে আত্মহারা এইচআইভি আ’ক্রান্ত তিন যুগল

ডেস্ক রিপোর্ট।। এ এক স্বপ্ন সত্য হওয়ার ঘটনা সেই স্বপ্ন সত্য হওয়ার ঘটনা চোখের সামনে দেখল ভারতের মহারাষ্ট্রের বির গ্রামের বাসিন্দারা অথচ সেটা একেবারেই অসম্ভব ছিল। সেখানে বিয়ে করলেন এইচআইভিতে আ’ক্রান্ত তিন জোড়া বর-কনে ৷

প্রযুক্তির উন্নতিতে দুনিয়া এগিয়ে গেলেও বেশ কিছু বিষয় এখনো সেভাবে সমাজে এগিয়ে যায়নি ৷ তার মধ্যে এইচআইভি এইডস রয়েছে প্রথম তালিকায় ৷

এখনো এইচআইভি রোগে আ’ক্রান্ত মানুষদের একঘরে করে দেওয়ার রীতি দেখা যায় ৷ নানা সচেতনতামূলক কাজ হলেও এ বিষয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ সাফল্য পাওয়া যাচ্ছে না ৷ এরই মাঝে মহারাষ্ট্রের বির গ্রামের ঘটনা যেন অগ্রগতির উজ্জ্বল নির্দশন ৷

পালিতেই ছোট থেকে বড় হয়েছে তিন মেয়ে ৷ একটু বড় হতেই তাদের মনে জায়গা করে নেয় বিয়ের স্বপ্ন ৷ কিন্তু সেই স্বপ্নে কালো অন্ধকার হয়ে নেমে আসে এইচআইভি! তিন মেয়ে ভেবে নিয়েছিল তাদের আর এ জীবনে সংসার করা হবে না ৷

এভাবেই স্বপ্নভঙ্গ হয়ে বেঁ’চে থাকতে হবে ভেবে মনও ভে’ঙে যায় তাদের ৷ অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে এবং সমাজসেবক সন্ধ্যা বার্গেজ ও দত্তাত বার্গেজের হস্তক্ষেপে ওই তিন মেয়ের বিয়ে ঠিক হয় ৷ শেষ পর্যন্ত তারাও খুঁজে পায় নিজেদের মতো জীবনসঙ্গী ৷

পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, বির গ্রামের ওই ঘটনা সবার সামনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে৷

ad

পাঠকের মতামত