323077

মাশরাফির ৩ ইচ্ছা আলাদিনের দৈত্যের কাছে 

স্পোর্টস ডেস্ক : ব্রেসলেট নিলামের সময় লাইভে বাংলাদেশ দলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে অনেক প্রশ্ন ও তার সম্পর্কে জানার জন্য করা হয়েছে। তার মধ্যে তাকে একটি বলা হয়েছে যে ‘হুট করে যদি আলাদিনের দৈত্য আসে, আলাদিনের দৈত্যের কাছে আপনি কোন ৩টি ইচ্ছা পূরণ করতে বলবেন?

খানিক ভেবে মাশরাফির উত্তর, ‘প্রথমত, প্রত্যেকটা মানুষ যেটা চায়। শৈশবে ফিরে যেতে চাইব। আমি আমার স্কুল জীবনে ফিরে যেতে চাইব, আমার স্কুলের বন্ধুরা, সেই সময়টা। দ্বিতীয়ত, একটা জিনিস চাইব যে, শৈশবের সময়টা পার করে আসার পর ক্যারিয়ারের শুরুর সময়টা। যদিও আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে। আমার আরও অনেক কিছু হতে পারত। বাংলাদেশ দলের রেজাল্টও ভালো হতে পারত। আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম…’

‘তবে আলহামদুলিল্লাহ্‌! আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি। এটা নিয়ে আমার কোন দুঃখ। যেহেতু আপনি প্রশ্ন করলেন, ঐ সময়টায় ফিরে যেতে পারলে… এখন আমি জানি যে নিজেকে কীভাবে মেইন্টেন করলে সুস্থ থাকব এবং দেশের হয় ভাল কিছু করতে পারব।’ আর সবশেষ তিনি বেছে নেন নিজের পরিবারকে। বলেন, ‘আর সবশেষ বলবো যে, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারই আবার ফিরে পেতে চাই।’

এর আগে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় যে, আপনি কবে থেকে এ ব্রেসলেট ব্যবহার করেন। মাশরাফি বলেন, ছোট সময় থেকেই আমি ব্রেসলেটের প্রতি আসক্ত ছিল হাতে ব্যবহার করবো। ছোটবেলায় বাবার ভয়ে ব্রেসলেট পরতাম না। কিন্তু বড় হয়ে যখন দেশের বাইরে খেলতে গেলেন, তখন ভাবলাম এখন তো পরা যায়। বাবা কিছু বলবেন না। রাবারের গুলোও ব্যবহার করেছি আরামদায়ক মনে হয়নি। তার পরে আমার বন্ধুর দ্বারা এটা বানিয়েছি। তারপর এটাই ব্যবহার করতেছি। অপারেশন থিয়েটারে ব্রেসলেট পরে যাওয়া যায় না। তখন ব্রেসলেট খুলেছি এছাড়া সব সময় ব্রেসলেট ব্যবহার করে আসছি।

ad

পাঠকের মতামত