312813

জার্মানির সিসা বারে বন্দুকধারীর হামলা, নিহত ৮

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হ্যানাউয়ের সিসা বারে গোলাগুলির দুটি ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পরপর দুই জায়গায় এই হামলার ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার হ্যানাউয়ের বার লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। এর পরপরই তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। তবে হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, প্রথম হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘মিডনাইট’ বারে। প্রত্যক্ষদর্শীরা এক ডজনের বেশি গুলির শব্দ শুনেছেন। হামলাকারীরা এরপর গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। এরপর ‘এরেনা’ বারে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিডনাইট’ বারের সামনেই তিনজন নিহত হন এবং ‘এরেনা’ বারের সামনে নিহত হন পাঁচজন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।

দুটি এলাকায় পুলিশ কর্মকর্তারা ও বেশ কয়েকটি হেলিকপ্টার টহল দিচ্ছে। ব্যাপক অস্ত্রে সজ্জিত পুলিশ হ্যানাউয়ের দুটি রাস্তা বন্ধ করে দিয়েছে।

এদিকে, হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় কতজন হামলাকারী ছিল, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।

হেসেন রাজ্যের হ্যানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। এর মাত্র চার দিন আগে রাজধানী বার্লিনে কনসার্ট ভেন্যু টেমপোরধোমে তুর্কি কমেডি শো চলাকালে গুলিবর্ষণের আরেকটি ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছিল।

ad

পাঠকের মতামত