311003

দক্ষিণে ৯ কেন্দ্রে তাপস ২৪৪৯, ইশরাক ১৬৯২

নানা অনিয়ম ও অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ বিরতিহীনভাবে ভোটগ্রহণের পর এখন চলছে গণনা ও বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণে ৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। যেখানে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ২৪৪৯ ভোট আর ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন ১৬৯২ ভোট।

বিকেল সাড়ে ৪টার পর থেকেই বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এসব ফল ঘোষণা করছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুর বাতেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ১১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ৬ হাজার ৫৮৮টি। মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। যেখানে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ ও নারী ভোটার রয়েছেন ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

ad

পাঠকের মতামত