309880

ইনজুরি নিয়ে বিপিএল খেলেছেন তামিম, পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বিশ্বকাপ থেকে ফিরে শ্রীলঙ্কা সিরিজের পর থেকে প্রতিযোগীতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বঙ্গবন্ধু বিপিএলে তাকে দেখা গেছে ঢাকা প্লাটুনের হয়ে। ডান পায়ের কুচকির ইনজুরি নিয়ে বিপিএলে খেলেছেন তিনি। সেই ইনজুরি বেড়ে যাওয়ায় তামিমের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তামিমের ইনজুরি নিয়ে আজ বৃহস্পতিবার দৈনিক আমাদের সময়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিপিএল চলাকালীন সময়ে হয় এই ইনজুরি। খেলা চালানোর জন্য ঠিকঠাক ছিল, ট্রিটমেন্ট চলছিল, খেলছিলও। এখন একটু বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তামিমের একটা সফট টিস্যু ইনজুরি আছে ডানদিকের জয়েন্টের দিকে। ট্রিটমেন্ট চলছে, আজকে থেকে আমাদের ফিজিও জুলিয়ানের তত্ত্বাবধানে আছে।’

বিপিএলে তামিমের সময়টা খুব খারাপ কাটেনি। নিজেকে ফিরে পেয়েছেন চেনা ছন্দে। ১২ ম্যাচে ৩৯.৬০ গড়ে রান করেছেন ৩৯৬টি। হাফসেঞ্চুরি করেন তিন ম্যাচে, সর্বোচ্চ আসে ৭৪ রান।

চলতি মাসের ২৪ তারিখে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলে অবশ্যই তামিম বিবেচনায় থাকবেন। কিন্তু খেলতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবে বিসিবির চিকিৎসক বলেন, ‘যেহেতু বড় কোনো সমস্যা নেই, আমি আশা করছি খুব একটা সময় লাগবে না। কিন্তু আগে থেকে ধারণা করতে পারছি না। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই তাকে পাওয়া যাবে।’

ইনজুরি সেরে আসতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন, ‘সেটা বলা কঠিন। তবে স্ক্যান করা হয়েছে, সেখানে গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। আশা করছি সমস্যা হবে না। জুলিয়ানের অধীনেও ট্রিটমেন্ট নিচ্ছে। সম্ভাবনা কতটুক কী এসব বলার সময় এখনো আসেনি। আরও কয়েকটা দিন যাক, আমাদের হাতে তো সময় আছেই।’

ad

পাঠকের মতামত