309116

সিলেটকে উড়িয়ে সুপার ফোরে রাজশাহী

সিলেট থান্ডারকে উড়িয়ে দিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়ে রাজশাহী রয়্যালস। সিলেটকে তারা হারিয়েছে ৬ উইকেটে।

১৪৪ রানের মাঝারি লক্ষে খেলতে নেমে রাজশাহীকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিটন এবং আফিফ। রান আউট হওয়ার আগে ৩০ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলেন আফিফ। এই দুজনের সঙ্গে শোয়েব মালিকের ২৭ রানে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রাজশাহী।

এর আগে ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান তোলে সিলেট।

স্কোর:
সিলেট থান্ডার ১৪৩/৬ (২০)
আন্দ্রে ফ্লেচার ২৫ (৩৩)
আবদুল মাজিদ ১৬ (১১)
জনসন চার্লস ৮ (৭)
মোহাম্মদ মিঠুন ৪৭ (৩৮)
শেরফেন রাদারফোর্ড ২৫ (১১)
সোহাগ গাজী ০ (১)
নাজমুল হোসেন মিলন ১৩* (১১)
দেলোয়ার হোসেন ২* (৮)

বোলার
মোহাম্মদ নওয়াজ ৪-০-১৫-০
আবু জায়েদ ৪-০-২৯-১
মোহাম্মদ ইরফান ৪-০-১৮-১
কামরুল ইসলাম রাব্বি ৪-০-২৮-০
ফরহাদ রেজা ১-০-১১-০
শোয়েব মালিক ১-০-১৯-০
অলক কাপালি ১-০-১৪-২
রবি বোপারা ১-০-৩-০

রাজশাহী রয়্যালস ১৪৫/৪ (১৫.১)
লিটন দাস ৩৬ (২০)
আফিফ হোসেন ৪৬ (৩০)
শোয়েব মালিক ২৭ (২২)
ইরফান শুক্কুর ১০ (৯)
রবি বোপারা ১* (৪)
মোহাম্মদ নওয়াজ ১৭* (৭)

বোলার
এবাদত হোসেন ৩-০-৩২-০
নাভিন উল হক ৩-০-৩৪-০
শেরফেন রাদারফোর্ড ৪-০-৩১-১
নাজমুল ইমলাম ৩-০-৩৬-০
দেলওয়ার হোসেন ২.১-০-১১-২

ad

পাঠকের মতামত