307116

ধসে পড়ল থানার নতুন ভবনের বারান্দা, প্রাণ গেল শ্রমিকের

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং থানার নতুন ভবনের বারান্দার ঢালাই ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তিন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মালিরআংক এলাকার লৌহজং থানার নতুন ভবনের বারান্দা ঢালাই শেষ না হতেই ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, আমাদের নতুন থানার চারতলা ভবনের কাজ প্রায় শেষ। বৃহস্পতিবার লৌহজং থানার নতুন ভবনের বারান্দার ঢালাই চলছিল।ঢালাই দেয়ার কিছুক্ষণ পর হঠাৎ বারান্দা ধসে পড়ে। এতে এক শ্রমিক চাপা পড়েন এবং তিন শ্রমিক আহত হন। পরবর্তীতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ করছে।

স্থানীয়রা জানায়, নির্মাণাধীন থানা ভবনের কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সততা এন্টারপ্রাইজ। খুবই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় থানার নতুন ভবনের বারান্দার ঢালাই ধসে পড়ে।

ad

পাঠকের মতামত