305710

প্রথমবারের মত বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী (ভিডিও)

পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান উর্দুর বাইরেও বলিউড সিনেমায় কণ্ঠ দিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। কিন্তু এবারই প্রথম শ্রোতাপ্রিয় এই শিল্পী বাংলা গানে কণ্ঠ দিলেন।

‘তোমারই নাম লেখা’ শিরোনামে গানটির কথা লিখেছেন বাংলাদেশের গীতিকার রবিউল আউয়াল। এর সুর ও সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সালমান আশরাফ। গতকাল সোমবার সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

গজল, কাওয়ালি ও বলিউড সিনেমার বিরহ প্রধান গানের জন্য সারা বিশ্বে সমাদৃত রাহাত ফতেহ আলী খান। তার কণ্ঠে প্রথম বাংলা গান উঠলেও তা শ্রোতাদের মাঝে পৌছে দেওয়ার জন্য নেই কোনো আয়োজন। খুব অল্প সাবসক্রাইবারের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটির অডিও।

এতটা অনাদর প্রসঙ্গে গীতিকার রবিউল আউয়াল বলেন, ‘এ বিষয়ে আমি ভালো বলতে পারব না। তবে এটুকু জানি, রাহাত ফতেহ আলীর সঙ্গে সালমান আশরাফের সম্পর্ক অত্যন্ত গভীর। তারা সাধারণত একসঙ্গেই গান-বাজনা করেন। হতে পারে, বাংলা গান হিসেবে তারা গানটি তেমন সিরিয়াসলি দেখেননি।’

ad

পাঠকের মতামত