190821

৪২ কোটি টাকার গোবর কিনতে চলেছে ভারতীয় রেল! কেন জানেন?

যন্ত্রাংশ নয়, বা রেল মেরামতির বিষয়বস্তু নয়, কিংবা বিদেশ থেকে আমদানি করা কোনো নতুন প্রযুক্তিগত বিষয়ও নয়, বরং গোবর কিনতে খরচ হচ্ছে ৪২ কোটি টাকা। ২০১৮ সালে বায়ো টয়লেটের সংস্কারের জন্য ৪২ কোটি টাকার গোবর কিনছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের বিভিন্ন ট্রেন মিলিয়ে প্রায় ৪৪.৮ শতাংশ ট্রেনের বায়ো টয়লেটের অবস্থা খারাপ। কোথাও কাজ করছে না যন্ত্রাংশ, কোথাও চুঁয়ে পড়ছে জল। এই তথ্য উঠে এসেছে ভারতের ‘ন্যাশনাল অডিটর টু পার্লামেন্ট’ এর রিপোর্টে। এই সকল টয়লেট সংস্কারের জন্য

প্রয়োজন ব্যাকটেরিয়াজাত ডিগ্রেডেশন। আর সেজন্যই প্রয়োজন পড়েছে গোবরের। যা দিয়ে এই টয়লেটগুলিতে হবে মেরামতির কাজ। আর এই জন্য ভারতীয় রেল কিনছে ৪২ কোটি টাকার গোবর। আপাতত বায়োটয়লে মেরামতির জন্য ৩৩৫০ ট্রাক গোবরের প্রয়োজন।

বায়োটয়লেটে থাকে ব্যাকটেরিয়া, যা মানুষের বর্জ্য পদার্থকে ক্ষয় করে দেয়। আর পড়ে থাকে জল ও মিথেন গ্যাস। ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাওয়াতে, বায়োটয়লেটগুলির হাল খারাপ হয়ে যাচ্ছে। আরও ব্যাকটেরিয়ার যোগান দিতেই প্রয়োজন গোবরের!

ad

পাঠকের মতামত