347548

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কো’পালেন সেই বাংলাদেশি সোমা

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ৯ দিনের মাথায় মেলবোর্নে বাড়ির মালিককে ছু’রিকা’ঘাত করে ৪২ বছরের সাজা ভোগ করতে থাকা মোমেনা সোমা কা’রাগারে বসেই আরেক নারী বন্দিকে কু’পিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান ডট কম।

দ্য অস্ট্রেলিয়ান এবং ব্রিটেনের ডেইলি মেইল জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভিডিও ট্রায়ালে সোমাকে অ’ভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার রেইভেনহল জেলে তিনি সহবন্দিকে কু’পিয়ে জ’খম করেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই বন্দিও সোমার সমবয়সী।

এই ঘটনায় সোমাকে সামনের বছর মার্চে আবার আ’দালতে তোলা হবে। ম্যাজিস্ট্রেট ক্যারলিন বার্নসাইড জানান, করোনার কারণে শুনানির জন্য কমপক্ষে ১ বছর অপেক্ষা করতে হতে পারে।

২৭ বছর বয়স্ক মোমেনার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। তার বাবা একটি ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। দুই বোনের মধ্যে মোমেনা বড়। ঢাকার মাস্টার মাইন্ড স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেবেল শেষ করে মোমেনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করেন। এরপরই তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান।

২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান সোমা। এর নয় দিনের মাথায় তিনি মেলবোর্নে রজার সিংগারাভেলু নামের এক ব্যক্তিকে হ’ত্যার উদ্দেশ্যে ছু’রি নিয়ে হা’মলা চালান। হা’মলার পরপরই সোমাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ভিক্টোরিয়া রাজ্যের আইন কারাবিধি অনুযায়ী, সোমাকে কমপক্ষে ৩১ বছর ছয় মাস কা’রাগারে থাকতে হবে। এরপরেই তিনি প্যারোলের আবেদন করতে পারবেন।

ad

পাঠকের মতামত