347639

কুয়েতে পাসপোর্ট ও ভিসা কার্যক্রম সীমিত আকারে চালু হচ্ছে

গত এক সাপ্তাহ পাসপোর্ট ও সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার পর ২২ নভেম্বর রবিবার থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার কার্যক্রম সীমিত আকারে চালু করতে যাচ্ছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে দূতাবাস।

পাসপোর্ট সেকশনে সল্পসংখক সহকারী থাকায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এবং অতিরিক্ত ভিড় এড়াতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই শত জনের পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে যাদের আকামা আগামী দুই মাসের মধ্যে শেষ হবে তাদের আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

মূলত দূতাবাসের পাসপোর্ট ভিসা সেকশনের চারজন ও সোনালী ব্যাংকের এক জন মোট পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় আছেন। এই প্রেক্ষিতে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম ১৫ নভেম্বর থেকে সাময়িক বন্ধ ছিল। পাসপোর্ট বিতরণ করা হবে বিকাল দুই টা থেকে চারটা পর্যন্ত। সকল প্রবাসীদের অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করেছেন।

ad

পাঠকের মতামত