340374

আজারবাইজানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ

আজারবাইজানের সামরিক বাহিনীকে পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জাকের হাসানোফ।

তিনি সেদেশের সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকের পর আরো বলেছেন, ‘প্রতিবেশী আর্মেনিয়া সীমান্তে সেনাসমাবেশ ঘটাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এ সংক্রান্ত প্রমাণও আমাদের কাছে রয়েছে। এ অবস্থায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

জেনারেল হাসানোফ বলেন, ‘আমাদের বাহিনীর প্রস্তুতির প্রয়োজন রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমাদেরকে এমন প্রস্তুতি নিতেই হচ্ছে।’

সীমান্ত ইস্যুতে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আবারো উত্তেজনা বেড়েছে। বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে পরিস্থিতি জটিল হয়েছে।

নগরনোকারাবাখের মালিকানা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৮৮ সালে প্রথম দ্বন্দ্ব শুরু হয় এবং ১৯৯১ সালে এ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে নগরনোকারাবাখ অঞ্চল ও এর পার্শ্ববর্তী সাতটি শহর দখল করে নেয় আর্মেনিয়া।

সূত্র : পার্সটুডে

ad

পাঠকের মতামত