179926

বিয়ে বাড়িতে পুলিশের হানা, অতপর…


মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আহসান উল্লাহ শরিফীর হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানান, পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার রাতে উপজেলার মহেশপুর গ্রামের খলিল মৃধার কন্যা, চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রিক্তা খাতুনের (১৪) সাথে একই গ্রামের জহো মোল্যার ছেলে মিনজারুল মোল্যার (২০) বিয়ের দিন ঠিক হয়।

বিয়ে উপলক্ষে বর-কনে উভয় পক্ষের বাড়িতেই চলছিল বিবাহের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা হলেই গোপনে বর পক্ষ কনের বাড়িতে এসে বউ নিয়ে যাবে। বিষয়টি গ্রামবাসীর নজরে আসে। বাল্য বিয়ের বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী শ্রীপুর থানা পুলিশ ও দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন কাননের সহযোগিতায় বাল্য বিবাহটি বন্ধ করতে সক্ষম হন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহম্মদ রেজাউল ইসলাম জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে কনের বাড়িতে পৌঁছে কন্যার পিতা খলিল মৃধাকে আটক করতে সক্ষম হই। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যেতে সক্ষম হয়।

 

ad

পাঠকের মতামত