360033

ভারতের সীমান্ত খুললেই ৫ লাখ টুরিস্ট ভিসা ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের দাপটে ভারতের পর্যটন খাত থমকে রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটকরা সে দেশে যেতে পারছেন না।

তবে সম্প্রতি সংক্রমণ কমে আসায় অর্থনীতি চাঙ্গা করার কথা ভাবছে দেশটির সরকার। এর অংশ হিসেবে সীমান্ত খুললেই প্রথমেই ৫ লাখ টুরিস্ট ভিসা ফ্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। খবর হিন্দুস্তান টাইমস।

অর্থমন্ত্রী সোমবার এক ঘোষণায় বলেছেন, আন্তর্জাতিক যাতায়াত আবারও শুরু হওয়ার পর প্রথম যে পাঁচ লাখ পর্যটক ভারত ভ্রমণের আবেদন করবেন তাদের কোনো ফিসা ফি দিতে হবে না।

খবরে বলা হয়, ভারত সরকারের এ সুবিধা চালু থাকবে ২০২২ সালের ২১ মার্চ পর্যন্ত। তবে তার আগেই যদি ৫ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যায় তা হলে ফ্রি ফিসার সুযোগও তখনই শেষ হবে। এ ছাড়া একজন পর্যটক শুধু একবারই এ সুযোগ পাবেন।

 

ad

পাঠকের মতামত