359901

মাল্টায় জাল পাসপোর্ট নিয়ে প্রবেশের সময় ৩০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ

ডেস্ক রিপোর্ট।। টাইমস অব মাল্টার প্রতিবেদনে বলা হয়, তাদেরকে আদালতে হাজির করা হলে ৬ মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পাসপোর্টগুলো গ্রিস থেকে সংগ্রহ করা এবং সময় নিয়ে তাদেরকে আবারও গ্রিসে ফেরত পাঠাবে দেশটি।

পুলিশ পরিদর্শক কারল বলেছেন, গ্রিসের এথেন্স থেকে তারা আন্তর্জাতিক বিমানবন্দর মাল্টায় এসে অবতরণ করেন। এসময় বিমানবন্দর কর্মীরা দেখেন তাদের হাতে পাকিস্তানেরও কাগজপত্র রয়েছে।

ভুয়া ভ্রমণের কাগজপত্র ৫শ ইউরো দিয়ে গ্রিস থেকে কেনার বিষয়টি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে। প্রতারক চক্রটি তাদের আশ্বাস দেয়েছিল মাল্টায় তাদের কোনো সমস্যা হবে না এবং সেখান থেকে অন্য ফ্লাইটে ইতালি অথবা বেলজিয়াম চলে যেতে পারবেন।

 

ad

পাঠকের মতামত