347170

আরব-ইসরাইল চুক্তি থেকে লাভবান সব কোম্পানী বয়কটের ডাক

ইসরাইল ও ইসরাইলের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সেসব কোম্পানী চুক্তি করেছে তাদের সবাইকে বয়কটের ডাক দিয়েছেন কুয়েতের প্রখ্যাত চিন্তাবিদ তারেক আল-সায়দান। তিনি ইসরাইলের সাথে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক বিরোধী এক আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, আমাদের অবশ্যই ইহুদি ও তাদের সমর্থকদের পণ্য বয়কট করতে হবে। এসময় তিনি ইহুদি পণ্য ও যেসব আরব কোম্পানী তাদের সাথে চুক্তি করেছে তাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বয়কট আন্দোলন জোরদার করার দাবি জানান।

শুধু কয়েত নয় বরং মিসর, আরব আমিরাত, বাহরাইনসহ অন্যান্য মুসলিম দেশগুলোকে এসব পণ্য বয়কটের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর উপর গুরুত্বারোপ করে বলেন, আরব জনগণ চাইলে বিশ্বে পরিবর্তন আনতে পারে। যদি সবাই এসব কোম্পানীগুলো বয়কট শুরু করে তাহলে সেটা ইসরাইল ও তাদের সমর্থকদের জন্য বড় ধরণের ক্ষতির কারণ হবে।

উল্লেখ্য, বেশ কয়েকটি আরব দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। সর্বশেষ আরব আমিরাত রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের দায়ে অভিযুক্ত মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

ad

পাঠকের মতামত