345028

আমরা বিচারক, আইনজীবীদের ভারতে পাঠিয়ে প্রশিক্ষণ দিতে পারবো : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : মঙ্গলবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গুলশানের আবাসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আমরা বিচারক, আইনজীবীদের ভারতে পাঠিয়ে প্রশিক্ষণ দিতে পারবো। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার আগরতলা হয়ে কসবা দিয়ে বাংলাদেশে এসেছেন। কসবা আমার নির্বাচনী এলাকা, সে কথাও বৈঠকে আলোচনা হয়েছে।

করোনাকালে ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, করোনাকালীন অবস্থায় বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে। বাংলাদেশের জন্য এটি অভাবনীয় সাফল্য। যেমন এটা অনুসরণীয় তেমনি অন্যদের জন্য অনুকরণীয়ও বটে।

দোরাইস্বামী বলেন, বিচারপতি, বিচারক, আইনজীবীসহ সুশাসন প্রতিষ্ঠায় যারা জড়িত আছেন তারা যাতে ভালো কাজ করতে পারে সেজন্য ভারতে গিয়ে তারা উন্নত প্রশিক্ষণ নিতে পারেন। আইনমন্ত্রীর সাথে দুই দেশের পারস্পারিক বিষয় নিয়ে হৃদতাপূর্ণ আলোচনা হয়েছে।

ad

পাঠকের মতামত