344112

ফরিদপুরের মধুখালীতে ভোটারদের উপচে পড়া ভিড়

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোড়কদী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। এ নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজনা ও কোড়কদী ইউপি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে উভয় দলের বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে গাজনায় ৩৩ জন এবং কোড়কদিতে ২৭ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও ১৩ জন প্রার্থী রয়েছেন।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে নারী ও পুরুষদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানান, গাজনা ও কোড়কদী ইউপির সাধারণ নির্বাচন ছাড়াও ফরিদপুর জেলা পরিষদের তিন নম্বর ওয়ার্ড, নগরকান্দার কাইচাইল ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড এবং মধুখালীর রায়পুর ইউপির সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার আজ দুপুরে মধুখালী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ad

পাঠকের মতামত