344093

টুইফিয়া ও টুইফাস নাম রাখলেই ১৮ বছর ফ্রি ইন্টারনেট সেবা!

মেয়ে হলে নাম রাখতে হবে ‘টুইফিয়া’ আর ছেলে হলে ‘টুইফাস’। কোনও দম্পতি সেটা করলেই ১৮ বছর ফ্রিতে ওয়াইফাই পরিষেবা মিলবে। এমনই শর্ত দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল সুইজারল্যান্ডের একটি ইন্টারনেট প্রোভাইডার সংস্থা। আর সেটা দেখেই এক দম্পতি নবজাত মেয়ের নাম রাখলেন ‘টুইফিয়া’। বিনিময়ে তারা ১৮ বছর পর্যন্ত ফ্রি ওয়াইফাই পরিষেবা পাবেন।

ওই সুইস ইন্টারনেট সেবাদানকারী সংস্থার নাম ‘টুইফাই’। নিজেদের প্রচারের জন্যই এমন অভিনব অফার দিয়েছিল স্টার্ট-আপ সংস্থাটি। যে দম্পতি সেই অফার লুফে নিয়েছেন তাঁদের পরিচয় অবশ্য জানা যায়নি। সংস্থার শর্ত মেনেই যে মেয়ের নামকরণ করা হয়েছে, তার প্রমাণ দিতে টুইফিয়া-র সরকারি বার্থ সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন ওই দম্পতি। এটাও শর্ত ছিল বিজ্ঞাপনে।

মেয়ের এমন অদ্ভুত নাম রাখার কারণ জানান ওই দম্পতি। তারা বলেন, এর ফলে বাড়িতে ইন্টারনেটের জন্য তাদের কোনও খরচ লাগবে না। আর এই সার্ভিস চার্জের টাকা জমিয়ে রাখা হবে মেয়ের নামেই। ১৮ বছর পরে মেয়েকে ওই টাকায় গাড়ি কিনে দেওয়া হবে।

ad

পাঠকের মতামত