344039

চীনের সেনাকে আ’টকের দাবি ভারতীয় সেনাবাহিনীর

ভারত-চীন সীমান্তে চলমান উ’ত্তেজনার মধ্যেই লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে চীনা পিপলস লিবারেশন আর্মির এক সদস্যকে আ’টক করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনী সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, রোববার( ১৮ অক্টোবর) রাতে আ’টক হওয়া ওই চীনা ওই সেনা সদস্যের নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। ভারতীয় গণমাধ্যম জানায়, ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ওই চীনা সৈন্য। আপাতত তিনি ভারতীয় সেনার হেফাজতেই রয়েছেন বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্য কর্পোরাল ওয়াং ইয়া লং পিএলএ-এর ৬ নম্বর মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্য। তার দাবি, তিনি ইয়াক বা চমরি গাই চড়াতে গিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এমনকি তার কাছে হা’মলা করার মতো কোনো অস্ত্রও নেই। তিনি একাই ওই অঞ্চলে গরু চড়াচ্ছিলেন। ওই সেনা সদস্য সত্য বলছেন কিনা তা খতিয়ে দেখে নিয়ম মেনে তাকে চীনে সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য,‌লাদাখে ভারত-চীন সীমান্ত সং’ঘর্ষ পরিস্থিতির মাঝে এমন ঘটনাতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে।

ad

পাঠকের মতামত