343805

আমার পরিণতিও বেগম জিয়ার মতো হতে পারে : নুর

নিউজ ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ”যেভাবে আমাকে টার্গে’ট করে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, ছাত্রলীগ-যুবলীগ দিয়ে হা’মলা করছে, কিন্তু আমি তো থেমে যাইনি। যেভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দুই বছর মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, সেখানে আমি নুর কিছুই না। আমার তো খালেদা জিয়ার মতো লাখ লাখ নেতাকর্মী নেই। কিন্তু আমি জানি, আমার পরিণতিটাও বেগম জিয়ার মতো হতে পারে।”

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে ভাষাসৈনিক আব্দুল মতিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন নুর। এসময় তিনি আরও বলেন, ”আওয়ামী লীগের নেতা মাকসুদ কামাল তো টকশোতে বলেছেন যে, ভিপি নুরের পরিণতিও খালেদা জিয়ার মতো হবে। কিন্তু আমি বলছি, আমার একটা জীবনের বিনিময়ে যদি এদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পায়, তাহলে আমার জীবন আমি উৎসর্গ করলাম। কোনও গণআ’ন্দোলন ত্যা’গ ছাড়া সফল হয়নি। তাই জনগণের প্রতি অনুরোধ থাকবে, এখন আর বসে থাকার সময় নেই, খুব শিগগিরই ডাক আসবে গণআন্দোলনের।”

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে সাবেক ভিপি নুর বলেন, ”আপনারা (সরকার) দেখেছেন সারাদেশ গর্জে উঠেছে। আপনারা চাইলেও জোর করে আর ক্ষ’মতায় থাকতে পারবেন না। কিন্তু যদি নিরা’পদে ফিরতে চান, তাহলে নিজেরাই একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যদি তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তবে তাই করুন। যদি নিরা’পদে ফিরতে চান। আর যদি এরশাদের মতো, কিংবা পৃথিবীর যে সব স্বৈ’রশা’সকের করুণ পরিণতি হয়েছে, সেটা যদি চান তাহলে জনগণের গণআ’ন্দো’লনের জন্য অপেক্ষা করুন।”

ad

পাঠকের মতামত