343259

বিয়ের ৫৮ বছর পর ওয়েডিং ফটোশুট!

জীবনের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে স্মরণীয় রাখতে কে না চান। ঠিক এ কারণে বিয়ের আগে পরেও আলাদা আলাদা ফটোশুট করে থাকে এই প্রজন্মের তরুণ তরুণীরা। এবার সেই শখ পূরণ করলেন বিয়ের ৫৮ বছর পর বিয়ের ছবি তুলে কেরালার এক বয়োবৃদ্ধ দম্পতি।

ভারতের অঙ্গরাজ্যটির ইদুক্কির জেলার দম্পতির বিয়ে হয়েছিল কয়েক যুগ আগে। স্বাভাবিকভাবেই সেই বিয়ের কোনো ছবি ছিল না। সম্প্রতি তাদের নাতির উদ্যোগে সেজে গুজে ওয়েডিং ফোটোশুট করেছেন তারা। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

৮৫ বছর বয়সী কুঞ্জট্টি ও ৮০ বছর বয়সী চিন্নাম্মা বিয়ের পোশাক পরেই ক্যামেরার সামনে পোজ দেন। কুঞ্জট্টি পরেছিলেন কোট-টাই, চোখে সানগ্লাস আর চিন্নাম্মা সেজেছিলেন সোনালি আভার শাড়িতে। দুইজনের গলায় ছিল ফুলের মালা, হাতের ফুলের তোড়া।

জানা যায়, তাদের নাতি ওয়েডিং ফোটোশুট করে থাকেন। মানুষের বিয়ের মুহূর্তগুলো স্মরণীয় করে তুলতে রাজ্যের নানা এলাকায় চলে যান। কিন্তু তার দাদা-দাদীর বিয়ের কোনো ছবি নেই বিষয়টি জানতে পেরে এমন উদ্যোগ নেন তিনি।

বয়স্ক এই দম্পতিকে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দেয়ার জন্য তাদের নাতির প্রশংসা করেন নেটিজেনরা।

ad

পাঠকের মতামত