343305

বাঘকেও গরুর মাংস খেতে দিতে চান না তারা!

ভারতে গরু জবাইয়ের বিরোধিতা করা একটি হিন্দুত্ববাদী গ্রুপ সোমবার (১২ অক্টোবর) আসামের গুয়াহাটিতে চিড়িয়াখানায় বাঘ ও অন্যান্য মাংসাশী প্রাণীদের গরুর মাংস খেতে দেওয়ার বিরোধিতা করেছে। এসময় তারা চিড়িয়াখানার বাঘ সিংহের জন্য খাবার বহনকারী গাড়ি আটকে রাখে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, ঘটনার দিন গরু বাঁচানোর ব্রতে বলীয়ান আন্দোলনকারীরা চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীদের জন্য নিয়ে যাওয়া মাংস বহনকারী যানবাহন থামান। এসময় তারা মাংস বহনকারী গাড়িগুলো আটকে রাখে।

আসাম রাজ্যে চিড়িয়াখানার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তেজাস মেরিসস্বামী বলেন, ‘চিড়িয়াখানার প্রাণীদের মাংস বহনকারী গাড়িগুলো কিছু দুর্বৃত্তরা থামিয়েছিল। তাদের ছত্রভঙ্গ করতে আমরা পুলিশকে ফোন করি।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত আসাম রাজ্য চিড়িয়াখানাটিতে যেখানে ১ হাজার ৪০টি বন্যপ্রাণী রয়েছে। এখানে ১১২ প্রজাতির পাখি রয়েছে। এই চিড়িয়াখানাটিই ভারতের উত্তর-পূর্বের বৃহত্তম চিড়িয়াখানা। বর্তমানে চিড়িয়াখানায় ৮টি বাঘ, ৩টি সিংহ, চিতাবাঘ এবং চিতা, বনবিড়াল ইত্যাদি রয়েছে।

সূত্র: হিন্দুস্তানটাইমস

ad

পাঠকের মতামত