343240

দেখা মিলল বিরল দু’মুখো হাঙরের!

সমুদ্র উপকূলে দেখা মিলল বিরল দু’মুখো হাঙরের। ভারতের মহারাষ্ট্রের পালঘরের কাছে সতপতি গ্রামের বাসিন্দা নীতীন পাটিল নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে ৬ ইঞ্চির ছোট্ট দু’মুখো একটি হাঙর! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নীতীন পাটিলের জালে ধরা পড়ে ওই দু’মুখো হাঙর।

নীতীন বলেন, এত ছোট মাছ বিশেষ করে হাঙর আমরা খাই না। তাই মাছটি দেখে অদ্ভূত লাগলেও, ছবি তুলে ফের পানিতেই ছেড়ে দিই। সেই হাঙরের ছবি নেট দুনিয়ায় শেয়ার হতেই ভাইরাল! নেটিজেনরা অদ্ভুতদর্শন প্রাণীটি দেখে হতবাক!

পালঘর এলাকার আরেক মৎস্যজীবী জানান, তারা এই ধরনের দু’মুখো বাচ্চা হাঙর আগে কোনোদিন দেখেননি। মুম্বাইয়ের ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ- সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হাঙরটির ছবি ও ভিডিও পাঠানো হয়েছে।

গবেষক জানিয়েছেন, ভারতীয় উপকূলে দু’মোখো হাঙরের দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। হাঙরের গিলের পেছন থেকে মাথা দুটি জোড়া! এর আগে ২০১৮ সালে ভারতীয় মহাসাগরে একটি দু’মুখো হাঙরের দেখা পাওয়া যায়।

ad

পাঠকের মতামত