340859

দেশের জন্য আমি জীবন উৎসর্গ করলেও আমার বাবার আরো দুটি ছেলে থাকবে : ভিপি নূর

আমার বাবার তিন তিনটি সন্তান, আমি দেশের জন্য আমার জীবন উৎসর্গ করে গেলেও আমার বাবার আরো দুটি ছেলে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। সম্প্রতি এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুরু বলেন, এদেশের প্রতিটি ইতিবাচক পরিবর্তন মানুষের র’ক্তের ওপর দিয়ে হয়েছে। ১৯৫২ তে যদি ভাষার জন্য শহীদরা জীবন না দিতো, ৭১ এ যদি ৩০ লক্ষ মানুষ জীবন না দিতো, ৯০ এর স্বৈ’রাচার বি’রোধী আ’ন্দোলনে যদি নূর হোসেন জীবন না দিত তবে এদেশে গণতন্ত্র ফিরে আসতো না। আজকে এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আ’ইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের র’ক্ত দিতে হয় আমরা দিবো।

এসময় তিনি বলেন, আমার বাবার তিন তিনটি সন্তান। আমি যদি দেশের জন্য আমার জীবন উৎসর্গ করে যাই আমার বাবার আরো দুটি ছেলে থাকবে। বাবা বলেছে আমার এক ছেলেকে আমি দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমরা যে স্লোগান ধরেছি র’ক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, স্বৈ’রাচারের গদিতে আ’গুন জ্বা’লো একসাথে সেই স্বৈ’রাচারের গদিতে আ’গুন না লাগা পর্যন্ত ও স্বৈ’রশাসনের অবসান না হওয়া পর্যন্ত আমাদের লড়াই-সং’গ্রাম থাকবে। আমি কোথায় আছি, কি পর্যায়ে আছি বা আমাদের প্লাটফর্ম কোন পর্যায়ে আছে সেটা দেখার বিষয় নয়। আমার যদি কোন কিছু হয়েও যায় আপনারা এই সং’গ্রাম চালিয়ে যাবেন। আজকে তরুণ প্রজন্ম এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে জেগেছে তরুন প্রজন্মের বিজয় অনিবার্য। সূত্রঃ নয়া দিগন্ত

 

ad

পাঠকের মতামত