339781

ফাঁকা থাকবে না ট্রেনের আসন, মানতে হবে স্বাস্থ্যবিধি

বুধবার(১৬ সেপ্টেম্বর) থেকে আগের নিয়মে ফিরছে রেলওয়ে। বিক্রি হবে শতভাগ টিকিট। থাকছে না এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়মও। তবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে যাত্রীদের। দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার গত ৩১ মে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়।

তবে এক আসন ফাঁকা রেখে বসতে হয়েছে যাত্রীদের। শতভাগ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। বুধবার থেকে সব নিয়ম প্রত্যাহার করছে রেলওয়ে। পাশাপাশি আসনে বসেই করতে হবে যাতায়াত।

স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দেয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, মাস্ক ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। মেইল, কমিউটার ও লোকাল ট্রেনের শতভাগ টিকিট কাউন্টারে বিক্রি হবে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত