339058

গ্রীস গিয়ে লা’শ হয়ে ফিরলেন বাংলাদেশি মিজানুর

ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালদের খপ্পরে পড়ে অবশেষে লা;শ হয়ে দে;শে ফিরেছেন ছাতকের এক যুবক। মিজানুর রহমান (৩০) নামের হতভাগা ওই যুবক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে। রোববার রাতে গ্রীস থেকে তার লা;শ এসে দেশে পৌঁছেছে।জানা যায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীব;নযাপনের আ;শায় আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈ;ধভাবে গ্রীস যাওয়ার পথে গত ৫ আগস্ট সড়ক দুর্ঘ;টনায় প্রা;ণ হারা;ন। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাস থেকে তার মৃ;ত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান মিজানুর রহমান। সেখান থেকে রুহুল আমিন নামের এক দালালের প্র;রোচনায় ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে যাত্রা শুরু করেন গ্রীসের উদ্দে;শ্যে। লক্ষ্যে পৌঁছানোর আগেই স্বপ্ন ভঙ্গ হয় তার। সড়ক দু;র্ঘ;ট;নার কবলে পড়ে উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে শেষ নিঃ;শ্বাস ত্যাগ করেন তিনি।

মা;রা যাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রোববার দে;শে ফিরেছে তার লা;শ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জা;নাজা শেষে পারিবারিক ক;বর;স্থানে মিজানুর রহমানকে দা;ফন করা হয়েছে বলে জা;না গেছে।

ad

পাঠকের মতামত