334669

করোনায় নতুন ভয় ‘হেঁচকি’

নিউজ ডেস্ক।। এবার করোনা ভাইরাসের সাম্ভাব্য লক্ষণ হতে পারে একটানা হেঁচকি। এ বিষয়ে নতুন করে সতর্ক করেছেন চিকিৎসকরা। তাদের দাবি, এক ব্যক্তির করোনা ধরা পড়ার আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার একটানা চারদিন হেঁচকি লেগে ছিল।

আমেরিকান জার্নাল অব ইমারজেন্সি মেডিসিনে প্রকাশিতএক প্রতিবেদনের বরাত দিয়ে মিরর এতথ্য জানিয়েছে। যদিও করোনা সং’ক্রমণের প্রথম লক্ষণ ছিল জ্বর, শুকনো কাশি, শরীরের পেশীতে ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও গন্ধের অনুভূতি না থাকা, শ্বাসকষ্ট ইত্যাদি।

ওই প্রতিবেদন জানানো হয়, এক ব্যক্তি শিকাগোর হাসপাতালে ভর্তি হবার পর তার করোনা শ’নাক্ত হয়। এর পর থেকেই ওই ব্যক্তির শরীরে উপসর্গ হিসেবে একটানা হেঁচকি লেগে থাকতে দেখা যায়। শিকাগোর কুক কাউন্টি হেলথ হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, আমাদের জানা মতে, করোনা রোগীর একটানা হেঁচকি লেগে থাকার ঘটনা এটাই প্রথম। হেঁচকিতে আ’ক্রান্ত ব্যক্তিকে হেলায় ছেড়ে দেওয়া উচিত নয়।

চিকিৎসকরা জানিয়েছে, অধিকাংশ মানুষের হেঁচকিতে আ’ক্রান্ত হয়। কিন্তু সেটা হয়তো কয়েক মিনিটের জন্য। এগুলো সাধারণত মানসিক চাপ, আবেগ, উত্তেজনা এবং খাওয়া-দাওয়ার জন্য হয়। যদি কেউ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে হেঁচকিতে ভোগেন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য বলছে তারা।

ad

পাঠকের মতামত