334303

দুবাই, আবুধাবি ও লন্ডন রুট বাদে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট ১৫ ও ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত

নিউজ ডেস্ক।। বিমানের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে বাংলাদেশ বিমানের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কুয়েত বিমানবন্দরের স্থগিতাদেশের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, কুয়েত বিমানবন্দরের নি’ষেধাজ্ঞা’র কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ২৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে আগস্ট মাসে প্রতি মঙ্গলবার সপ্তাহে একটি ফ্লাইট ঢাকা-কুয়েত-ঢাকা রুটে পরিচালনা করার কথা জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু করোনাভাইরাসের সং’ক্রমণ প্রতিরোধে সপ্রতি দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এ নি’ষেধাজ্ঞার তালিকায় প্রথমে বাংলাদেশসহ ৭টি দেশ থাকলেও পরে বাড়ানো হয়েছে ৩১টি দেশ।

প্রথমে নি’ষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশ ছিল- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান ও নেপাল। নতুন তালিকায় নি’ষেধাজ্ঞার আওতায় পড়া ৩১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক ও কসোভো।

এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নোটিস বোর্ডে এসব তথ্য জানানো হয়েছে।

ad

পাঠকের মতামত