330347

বিন সালমান সহ ২০ সৌদি নাগরিককের নাম ব্রিটিশ নিষেধাজ্ঞা তালিকায়

নিউজ ডেস্ক।। মানবাধিকার ল’ঙ্ঘনের দায়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নি’ষিদ্ধ তালিকায় যে ৪৯ জনের নাম রয়েছে তাদের মধ্যে সাংবাদিক জামাল খাসোগজিকে হ’ত্যায় জড়িত ২০ সৌদি নাগরিকের নাম অন্যতম। তাদের বি’রুদ্ধে নি’ষেধাজ্ঞা আরোপ ছাড়াও ব্রিটেনে তাদের ভ্রমণ নি’ষিদ্ধ ও সম্পদ আটক করা হবে। ডেইলি মেইল

এধরনের পদক্ষেপ নিলে সৌদি আরব ও ব্রিটেনের মধ্যে সম্পর্কে ব্যাঘাত কিংবা নতুন করে উ’ত্তেজনা দেখা দিতে পারে।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আদেশে ৬ জনের একটি ঘা’তক দল তুরস্কে সৌদি কনস্যুলেটে জামাল খাজোগজিকে হ’ত্যার মিশনে অংশ নেয়। তাদের কয়েকজন সালমানের নি’রাপত্তা কর্মী ছিল।

বিন সালমানের অন্যতম উপদেষ্টা সৌদ আল কাহতানির নামও ব্রিটেনের ওই তালিকায় রয়েছে।

তালিকায় রয়েছে সৌদি গো’য়েন্দা সংস্থার উপপ্রধান আহমেদ হাসান মোহাম্মদ আল আসিরি যিনি খাসোগজিকে হ’ত্যায় কিলার টিমে মোট ১৫ জনকে যুক্ত করেন। আসিরির নাম সৌদি আরবে খাসোগজির বিচারের সময় অ’ভিযুক্তদের তালিকা থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

সৌদি ফরেনসিক বিশেষজ্ঞ সালা আল তুবাইগি যিনি তুরস্কে সৌদি কনস্যুলেটে খাসোগজি হ’ত্যা মিশনে অংশ নেন এবং তালিকায় তার নামও রয়েছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন তালিকায় উল্লেখিত ব্যক্তি ব্রিটেনে কোনো সম্পদ কিনতে পারবেন না এবং ব্যাংকে অর্থ জমা রাখতে পারবে না। ব্রিটিশ সরকারের নতুন নি’ষেধাজ্ঞা কর্মসূচির আওতায় তাদের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত