327382

করোনায় আ’ক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।। রেহাই পেলেন না দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তার করোনা হয়েছে। প্রবল জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। অন্যদিকে করোনার কারণে পুরীর রথযাত্রা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

স্বাস্থ্যমন্ত্রীর প্রথমে করোনাপরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলো।

শুধু তিনিই নন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসের দুই জন করোনায় আ’ক্রান্ত। কেন্দ্রীয় সরকারি অফিস ও মন্ত্রণালয়ে করোনায় আ’ক্রান্ত হয়েছেন অন্তত ২৫০ জন কর্মী ও অফিসার। দিল্লি পুলিশের একজন অফিসারও করোনায় আ’ক্রান্ত হয়েছেন। ফলে দিল্লিতে প্রশাসনে করোনার প্রভাব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে।

সত্যেন্দ্র জৈন যতদিন চিকিৎসাধীন থাকবেন, ততদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্থায়ী দায়িত্বে থাকবেন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। ঘটনা হলো সত্যেন্দ্র জৈন করোনায় আ’ক্রান্ত হওয়ার আগের কয়েক দিন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, সিসোদিয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক করেছেন।

লেফটানান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গেও তার বৈঠক হয়েছে। স্বাস্থ্য মন্ত্রলালয়ের প্রচুর অফিসারের সঙ্গেও তিনি নিয়মিত বৈঠক করেছেন। সূত্র: ডয়েচে ভেলে

ad

পাঠকের মতামত