324269

কুয়েতে করোনায় সং’ক্রমিত ২১৪৮ জন বাংলাদেশি, মা’রা গেছেন অন্তত ২৫ জন

প্রবাস ডেস্ক।। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত দুই অনুবাদক এবং এক কর্মচারীসহ মোট চারজন সং’ক্রমি’ত হয়েছেন।

কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালের তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাসের স্টাফ এবং প্রবাসী শ্রমিকদের চিকিৎসা চলছে।

এদের মধ্যে অনুবাদক হিসাবে অনেক দিন ধরে কাজ করার মিশনের একজন লোকাল স্টাফের অবস্থা গু’রু’তর। করোনা ধরা পড়ার পরপরই তাকে আইসিইউতে নিতে হয়েছে।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, কুয়েত সরকার দেশটিতে থাকা বাংলাদেশিসহ অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।

অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাস সরবরাহ ও খাবার বিতরণ করতে হচ্ছে দূতাবাসের থেকে। মূলত শ্রম উইংয়ের কাজ এটি।

ধারণা করা হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং তার সহযোগীরা শ্রমিকদের মাঝে ত্রাণ এবং অন্যান্য কনস্যুলার সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে সং’ক্রমিত হয়েছেন।

ad

পাঠকের মতামত