324093

ঈদের দিনে ভূমিকম্পে কাঁপলো ইরান

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাস আ’তঙ্ক নিয়ে ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ রোববার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। আর ঈদের দিনই ভূমিকম্পে কেঁ’পে উঠলো ইরান। স্থানীয় সময় রোববার দুপরের পর দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুইয়ে ও বুইয়ার আহমাদ প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থাগুলোতেও ভূমিকম্পের এই খবর জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষ’য়ক্ষ’তি কিংবা হ’তাহতের ঘটনা ঘটেছে কিনা তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।

এর আগে, গত ৮ মে একই মাত্রার (৫ দশমিক ১) ভূমিকম্পে কেঁপে ওঠে ইরান। আ’তঙ্কিত মানুষ তাদের ঘর ছেড়ে পালানোর সময় দুইজন মারা যান। এছাড়া আ’হত হন আরো ২২ জন। সে দিনের ভূমিকম্প আ’ঘাত হেনেছিল দেশটির উত্তরাঞ্চলে। এবার হলো পশ্চিমাঞ্চলে।

অন্যদিকে নিউজিল্যান্ডেও সোমবার (২৫ মে) ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিওনেটের পক্ষ থেকে জানানো হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানায় সংস্থাটি। ভূমিকম্পের কারণে ওয়েলিংটনে ব্যাপক ঝাঁ’কুনি অনুভূত হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষ’য়ক্ষ’তির কোনো সংবাদ পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ad

পাঠকের মতামত