324003

ঈদ পালনে যে পরামর্শ দিলেন মাশরাফি-মুশফিক

স্পোর্টস ডেস্ক : রাত পোহলেই পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এবারের ঈদ নিয়ে কোনো উচ্ছ্বাস নেই জাতীয় দলের ক্রিকেটারদের। কারণ খুব অদ্ভুত এক সময়ে এবছর ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে।

করোনাভাইরাসের আ’’তঙ্কে বাইরে বের হওয়ার সুযোগ নেই। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম বলছেন, এই কঠিন পরিস্থিতিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ঈদকে আনন্দময় করে তুলতে। পরিবারকে সময় দেওয়ার সুযোগ তো বারবার আসে না।

এবারের ঈদে বাসার বাইরে না যাওয়ার অনুরোধ মাশরাফির, ‘কঠিন একটা পরিস্থিতিতে ঈদ উদযাপিত হবে। ঈদটা অন্য সব ঈদের মতো নয়। আমাদের সবার জন্য এটা গ্রেট সুযোগ। একসঙ্গে ঘরে থেকে উদযাপন করার। বেঁচে থাকলে, সবাই সুস্থ থাকলে সামনে অনেক সুযোগ আসবে বাইরে বেড়ানোর।’

মাশরাফি আরো বলেন, ‘বাসার মুরুব্বিদের আমরা সাধারণত সময় দেই না ঈদের দিন, এবার তাদেরকে সময় দেওয়া, তাদেরকে ঈদকে স্পেশাল করে তোলার দারুণ একটি সুযোগ এবার। তারাও যেন তাদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। বাইরে গেলে, কিছু হলে আমার থেকে পরিবারের সবাই আক্রান্ত হতে পারে। আমি তাই অনুরোধ করব, সবাই ঘরে থাকুন। একসঙ্গে ঈদ করুন’

করোনা ম’হামা’রির শুরু থেকেই কর্মহীনদের সাহায্য করছেনমুশফিকুর রহীম। এবারের ঈদটা ঘরে থেকে পালন করার জন্য ভক্তদের অনুরোধ জানালেন দেশসেরা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তামিমের লাইভে তিনি বলেন, ‘এবার ঈদটা একটু অন্যরকম। যদিও আমরা এভাবে চাইনি। আমরা সবাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দেই, বাসাতেই থাকি।’

ad

পাঠকের মতামত