323877

ইভাঙ্কা ট্রাম্প ভারতের সেই জ্যোতির প্রশংসায়

ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ফলে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। লকডাউনের শুরুতে বহু মানুষ ভিন্ন রাজ্যে আটকা পড়েছেন। অনেকে হেঁটে আবার অনেকে সাইকের চালিয়ে দূরের পথ পাড়ি দিচ্ছেন।

এমনই এক ভুক্তভোগী অন্য রাজ্যে আটকে পড়েছিল দলিত রিকশাচালক ও তার কিশোরী মেয়ে। উপায় না পেয়ে জ্যোতি কুমারী বাবাকে নিয়ে সাইকেল চালিয়ে ১২শ’ কিলোমিটার পথ পাড়ি দেন।

১৪ বছরের জ্যোতি কুমারীর কয়েক দিন আগের এ ঘনটা ভারতজুড়ে হইচই ফেলে দেয়। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার পায়।

৫০০ রুপি দিয়ে একটি বাইসাইকেল কিনে জ্যোতি ও তার বাবা দিল্লি থেকে রওয়ানা হন ১০ মে। ছয় দিন রাস্তায় কাটিয়ে ১৬ মে তারা দারভাঙ্গা পৌঁছান।

এ ঘটনায় জ্যোতির প্রশংসা করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

দলিত এ কিশোর দীর্ঘ ভ্রমণের ঘটনা উল্লেখ করে বলেন, ভারতের মানুষের ভালোবাসা ও সহনশীলতার এমন সুন্দর মেলবন্ধন কল্পনাতেই সম্ভব।

ad

পাঠকের মতামত