323252

সহজ উপায় নাজাত লাভের

ধর্মবার্তা।। পাঁচ শর্তের সম্মিলিত রূপের নাম পূর্ণাঙ্গ মুসলমান। কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত।

জাকাত দেয়ার সামর্থ্য আছে, কিন্তু জাকাত দিচ্ছেন না; তা হলে আপনি খাঁটি মুসলমানের সিরিয়াল থেকে ছিটকে পড়লেন।

আশা করি বুদ্ধিমান হলে এমনটি করবেন না। সময়মতো জাকাত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে অগ্রসর হোন।

নাজাতের এই দিনে জাকাত দিয়ে মুক্তির বিষয়টি নিশ্চিত করে নিন। নাজাতের জন্য এর থেকে ভালো আর আকর্ষণীয় পন্থা এ মুহুর্তে কিছুই হতে পারে না।

কেন ফরজ হলো জাকাত? : আল্লাহতায়ালা জীবনের প্রতিটি স্তরে ভারসাম্যতা পছন্দ করেন। তার কাছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একদম অপছন্দ। জগৎসংসারে যদি আপনি গভীরভাবে খেয়াল করেন তা হলে সব কিছুতেই ভারসাম্যতা আপনার নজর কাড়বে।

সমস্যা সেখানেই দেখবেন যেখানে ভারসাম্যতা রক্ষা হয় না।

এ সমাজের সবাই যদি কোটিপতি হয়ে যায় তা হলে সমাজের ভারসাম্য রক্ষা হবে না। আবার সবাই দরিদ্র হয়ে গেলে প্রত্যেকেই না খেয়ে বেঘোরে প্রাণ হারাবে। কেননা সবাই তো এখন ফকির। না খেয়ে মরা ছাড়া উপায় আছে?

সুতরাং সমাজ বাঁচাতে, দেশ বাঁচাতে এবং পৃথিবী বাঁচাতে সবখানেই ভারসাম্যতা দরকার।

আজ কোথাও ভারসাম্যতা নেই : অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে, আমরা ঠিকমতো আল্লাহর হুকুম জাকাত আদায় না করে দেশে অভাবী মানুষের সংখ্যা বাড়িয়ে ফেলছি।

কোরআন হাদিসের সুরে সুর মিলিয়ে তুরস্কের প্রেসিডেন্ট সুন্দর বলেছেন, আজ যদি সম্পদশালীরা ঠিকমতো তাদের সম্পদের জাকাত দিত, তা হলে পৃথিবীতে কোনো দরিদ্র থাকত না।

পাঠক! কখনও কাককে ভাত ছিটিয়েছেন? আজকাল ঠিক এভাবেই আমরা জাকাত ছিটাই।

রমজানের শেষ বেলায় আখেরি নিবেদন এই যে, সম্পদশালীরা পাই টু পাই হিসাব করে জাকাত দিয়ে দাও– নাজাত লাভে ধন্য হও। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত