316720

ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে ক’রো’না

স্টাফ রিপোর্ট।। দিন দিন দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দেশে নতুন করে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন, আর মৃত্যু হয়েছে ৩ জনের। এর আগে গতকাল করোনাভাইরাসে ৯৪ জন আক্রান্ত হন। আর মৃত্যু হয় ৬ জনের। এ পর্যন্ত সর্বমোট মারা গেছেন ৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮২ জন।

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে রাজধানী ঢাকায়। শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৪২ জনের মধ্যে ঢাকা শহরে ২৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১১২ জন। তার আগের দিন শনাক্ত হয় ৫৪ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছিল। তবে আজ করোনায় সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর হার বেড়েছে। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত