315616

যুক্তরাজ্যে ক’রো’না থেকে বাঁ’চতে ৫জি টাওয়ারে আ’গুন

ডেস্ক রিপোর্ট : মহা’মারি ক’রোনাভা’ইরাস আ’তঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যে প্রাণঘাতী এ ভা’ইরা’স নিয়ে নানা কৌতুহল জেগেছে সবার মনে। একে পুঁজি করে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এরমধ্যে এমন গুজবও ছড়ানো হয়েছে যে, ফাইভ জি নেটওয়ার্কের কারণে করোনা ছড়াচ্ছে। এ গুজবের জেরে শুক্রবার আগুন লাগানো হয়েছে দেশটির বার্মিংহামের একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে। সূত্র- বিডি প্রতিদিন

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গত কয়েক দিনে যুক্তরাজ্যের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে, ৫জি নেটওয়ার্ক করোনাভাইরাস ছড়াতে সাহায্য করে। এরপর অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকেন- ক’রো’না সংক্রমণ থেকে বাঁচতে যার যার এলাকার ৫জি টাওয়ার গুঁড়িয়ে দাও। এসব টাওয়ার থেকেই করোনাভাইরাস ছড়াচ্ছে। এরপর এমন অদ্ভূত ধারণা বিশ্বাস করে বার্মিংহামের ওই ৫জি টাওয়ারে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

এরইমধ্যে এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে গবেষকরা বলেছেন, ৫জি প্রযুক্তির সঙ্গে করোনাভাইরাস বিস্তারের কোনো সম্পর্ক নেই।
জানা গেছে, গত মার্চ থেকে এ গুজব রটানো হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্মেলনে এক ব্যক্তি দাবি করেন, আফ্রিকার দেশগুলোতে ৫জি নেই বিধায় সেখানে করোনার সংক্রমণ কম। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে পড়ে ওই ব্যক্তির বক্তব্য।

এদিকে টাওয়ারে আগুন দেয়া ও ভাঙচুরকারীদের ধরতে অভিযানে নেমেছে দেশটির পুলিশ। গুজব বন্ধে ইতিমধ্যে বেশ কিছু পেজও বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ad

পাঠকের মতামত