315661

করোনা মোকাবেলায় দুবাইয়ে ৪ এপ্রিল থেকে দুই সপ্তাহ ঘরে থাকার নিদের্শ

নিউজ ডেস্ক।। আজ শনিবার (৪ এপ্রিল) থেকে আগামী দুই সপ্তাহব্যাপী ২৪ ঘন্টা জীবাণুনাশক স্প্রে করা হবে। তাই আজ থেকে সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুবাই প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসময় দেশের বাসিন্দারা নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেবলমাত্র খাদ্য, মেডিসিন এর প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে।

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাহিরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে।”সম্পাদনা: জেরিন আহমেদ

ad

পাঠকের মতামত