315359

মালয়েশিয়ায় আটকে পড়াদের হাই কমিশনে যোগাযোগের অনুরোধ

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলাকালে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসায় গিয়ে যারা আটকে পড়েছেন তাদের হাই কমিশনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়, মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। আটকে পড়াদের নাম, পাসপোর্ট নাম্বার, মালয়েশিয়ার ঠিকানা ও ফোন নম্বরসহ ইমেইলে ([email protected]) তাদের কাগজপত্র পাঠাতে বলা হলো। এ ছাড়া মোবাইলেও যোগাযোগ করতে আহ্বান জানানো হলো।

এদিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে মালয়েশিয়াও। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্য ৩ হাজার ১১৬। মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৭ জন। দেশটিকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন বলে জানা যায়নি।

ad

পাঠকের মতামত