315165

শাকিবের ছবির বাজেট দিয়ে কেনা হলো ডাক্তারদের জন্য পিপিই

বিনোদন ডেস্ক।।  শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ছবি ‘নবাব : এলএলবি’র শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি মাসে। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে এটি নির্মাণ করবেন অনন্য মামুন। দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কারণে এর কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে থেমে নেই নির্মাতারা। ‘নবাব : এলএলবি’র প্রযোজনা প্রতিষ্ঠান ছবির বাজেট দেড় কোটি টাকায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের কাছে। পাশাপাশি আপৎকালীন সময়ের নিম্ন আয়ের মানুষদের জন্য সামগ্রীর ব্যবস্থাও করা হয়েছে।

সেলিব্রেটি প্রোডাকশনের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন বলেন, ‘সেলিব্রেটি প্রোডাকশন “নবাব : এল.এল.বি” ছবির টাকা করোনা মোকাবেলায় ব্যয় করেছে। পুরো টাকাটাই আমরা ধাপে ধাপে কাজে লাগাব। শুধু মানুষের মাঝে খাবারই নয়, ডাক্তার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৫ হাজার পিস পিপিই দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ছবির অন্যতম প্রযোজক, যিনি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন। তার উদ্যোগেই এই কার্যক্রম চলছে। আপাতত, আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী ও আল বারাকাহতে পিপিই দিলাম। বরিশাল পুলিশদেরকেও এটা দেওয়া হয়েছে।’

অনন্য মামুন জানান, আপাতত ২০০ কার্টুনে এগুলো দেওয়া হয়েছে। আরও ৮০০টি প্যাকেট তৈরি আছে। সেগুলোও একইভাবে দেওয়া হবে।

তাহলে কি ‘নবাব : এলএলবি’র কাজ বাতিল? জানতে চাইলে মামুন বলেন, ‘ছবির বাজেটের টাকা করোনা মোকাবিলায় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে বাজেট করা হবে। আপাতত দেশ নির্মাণ ও রক্ষায় কাজ করতে চাই।’

ad

পাঠকের মতামত